আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌর তাতী দলের সভাপতি রমজানের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে আ’লীগ নেতা-কর্মীরা। ২৪ নভেম্বর রবিবার রাতে ওই ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে আ’লীগ-বিএনপির সংঘর্ষের জের ধরে রাত ৯টার দিকে আ’লীগ নেতা-কর্মীরা পৌর তাতী দলের সভাপতি রমজান আলীর বাসায় রাত ৯টার দিকে আ’লীগ নেতা-কর্মীরা গফরগাঁও রেলস্টেশন সংলগ্ন ষোলহাসিয়া গ্রামের বাড়িতে হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে গফরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাতীদল সভাপতি রমজান আলী অভিযোগ করে বলেন, বিনা কারণে আ’লীগ নেতা-কর্মীর আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয়।
