কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া সীমান্তে তাজা গুলিসহ পিস্তল ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। ২৫ নভেম্বর সোমবার দুপুরের দিকে কেঁড়াগাছি সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিভর্তি পিস্তলটি উদ্ধার হয়। তবে এসময় কেউ আটক হয়নি।
সাতক্ষীরা, ৩৮বিজিবি ব্যাটালিয়নের অপারেশনাল (অপস্) অফিসার মেজর আনোয়ারুল মাযহার জানান, সোমবার দুপুর ১২টার দিকে কলারোয়া উপজেলার কেঁড়াগাছির মন্দির সংলগ্ন এলাকার সীমান্তের ১৩/৩/এস/১আরবি পিলারের সন্নিকটে পরিত্যক্ত অবস্থায় ১রাউন্ড তাজা গুলিসহ ১টি ভারতীয় পিস্তল উদ্ধার করে তলুইগাছা বিওপির সদস্যরা। এদিকে, একই বিওপির বিজিবি সদস্যরা রবিবার গভীর রাতে কাকডাঙ্গা মাঠ এলাকা থেকে ২৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১লাখ ৪হাজার টাকা।