নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : সাপাহারে ১৮ দলের উদ্যোগে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূনর্বহাল ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪নভেম্বর রোববার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়ে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শহীদুল আলম চৌধুরী, যুগ্ন সম্পাদক আব্দুর রহমান কলোল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, যুবদল সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল, ছাত্র শিবির সভাপতি আব্দুন নূর প্রমুখ।