রবিবার , ২৪ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৪, ২০১৩ ২:৫৪ অপরাহ্ণ

Murtiস্টাফ রিপোর্টার : শেরপুরে ফের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। ২৪ নভেম্বর রবিবার ভোরে জেলা শহরের নারায়নপুর মহল্লার মিতালি সংঘ দূর্গা মন্দিরে ওই প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। ওইসময় দুর্বৃত্তরা মন্দিরের পাশে রাখা একটি পিকআপ ভ্যানও ভাংচুর করে। ওই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুলিশসহ অন্যান্য সংস্থার সদস্যরা তৎপর হয়ে উঠেন। ধারণা করা হচ্ছে দশম জাতীয় নির্বাচনকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের মাঝে আতংক সৃষ্টির উদ্দেশ্যে কোন বিশেষ মহলের ইন্ধনে দুর্বৃত্তরা ওই ঘটনা ঘটিয়েছে।
জানা যায়, প্রায় ৩০ বছর যাবত ওই মন্দিরে দূর্গাপূজাসহ বিভিন্ন পূজা-পার্বণ উদযাপন করে আসছে এলাকার সনাতন ধর্মাবলম্বীরা। রবিবার ভোরে কে বা কারা ওই মন্দিরে প্রবেশ করে লক্ষ্মী প্রতিমাটি মন্দিরের বাইরে নিয়ে পাশের রাস্তায় ফেলে গুড়িয়ে দেয়। এছাড়া মন্দিরের পাশে থাকা ‘আলদ্বীন ট্রান্সপোর্ট’ এর একটি পিকআপ ভ্যানও ভাংচুর করে দুর্বৃত্তরা। পরে ভোরবেলা মন্দিরের পাশের বাড়ির এক ভক্ত মন্দিরে প্রণাম করতে গিয়ে ওই ঘটনা দেখেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্বৃত্তদের শনাক্ত করতে তৎপরতা চালায়। পরে শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন ও পুলিশ সুপার মেহেদুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ জানান, ওই ঘটনায় মন্দির কমিটির সভাপতি বাদী হয়ে শেরপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। তারা ওই ঘটনায় নিন্দা প্রকাশ করে দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতার দাবি করেন।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিমা ভাংচুরের ঘটনায় কে বা কারা জড়িত, তাদের শনাক্ত করে আটকের তৎপরতা চলছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!