মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে এক হোটেল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ নভেম্বর রবিবার সকাল ৮ টার দিকে শহরের পিডিবি (ওয়াবদা) সড়কের পাশ থেকে সেলিম আহমদ (৩৪) নামে ওই হোটেল শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানায়।
জানা যায়, সেলিম আহমদ মৌলভীবাজার কোর্ট এলাকায় জিতু মিয়ার চায়ের স্টলে কাজ করতো।এলাকাবাসী রোববার ভোরে শহরের পিডিবি (ওয়াবদা) সড়কের পাশ থেকে তার লাশ দেখতে পেয়ে স্থানীয় কাউন্সিলর আসাদ হোসেন মক্কুকে জানায়। পরে কাউন্সিলর পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়।
মৌলভীবাজার মডেল থানার এসআই মো. হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
