বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি : নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও দলীয় নেতা-কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক মুক্তির দাবিতে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। ২৪ নভেম্বর রবিবার বিকেলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি চাথোয়াই রোয়াজার নেতৃত্বে লঞ্চঘাট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিলাইছড়ি উপজেলা সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে চাথোয়াই রোয়াজার সভাপতিত্বে বিলাইছড়ি বাজারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সভাপতি জাফর আহমদ এর সঞ্চালনায় ওই বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম ফকির, বিএনপি নেতা ইমাম হাসান শিকদার, দিপু চাকমা,তাঁতী দলের সভাপতি এরশাদ হোসেন পাটোয়ারী, যুবদল নেতা শান্তি রায় চাকমা ও মো. রেজাউল করিম প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ সারা দেশে দলীয় কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে প্রতিহত করা হবে বলেও বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।