চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে নির্দলীয় তত্বাবধায়ক সরকার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। ২৪ নভেম্বর রবিবার বিকেলে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার এলাকায় ওই বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চরহাজীগঞ্জ বণিক সমবায় সমিতি লি. এর অফিস চত্বরে এক সমাবেশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ হোসেন মোল্লা। সমাবেশ পরিচালনা করেন ছাত্রদল নেতা জানে আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া, জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট গুলজার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কায়েসুর রহমান তাজ, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোতাজ্জেল হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক আ. কুদ্দুস, ইউনিয়ন সভাপতি আলী প্রামানিক, চাত্রদল নেতা ইভান স্বেচাসেবক দল নেতা ফরহাদ হোসেন মৃধা প্রমুখ।
