আজম রেহমান : পীরগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা সুরেন্দ্র নাথ রায়(৬৫)মৃতদেহ ১২ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়েছে।
উপজেলার ৯ নং সেনগাও ইউপি’র সিন্দুরনা গ্রামের মৃত অলিন্দ্র নাথ রায়ের পুত্র বীর মুক্তিযোদ্ধা সুরেন্দ্র নাথ রায়(৬৫) ২৪ নভেম্বর সকালে হার্ট এটাকে মৃত্যুবরন করেন। উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মদ ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো: ইব্রাহিম খানের উপস্থিতিতে এই বীর মুক্তিযোদ্ধার মৃতদেহ লাল সবুজের পতাকায় মুড়িয়ে পুলিশের সশস্ত্র একটি দল কতৃক রাষ্ট্রীয় সালাম প্রদর্শন শেষে যথাযথ মর্যাদায় স্থানীয় শ্মশানে দাহ্য করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা ইউনিটের ইউনিয়ন কমান্ডার লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মেহরাব আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
