এম. এ করিম মিষ্টার, নীলফামারী : মাদক গ্রহণ না করার শপথ নিয়েছেন নীলফামারীর শতাধিক শিক্ষার্থী। ২৩ নভেম্বর শনিবার দুপুরে নীলফামারী শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষার্থীরা ওই শপথ নেয়।
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স ( এনসিটিএফ) নীলফামারী আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, সাংবাদিক তাহমিন হক ববী, এনসিটিএফ নীলফামারীর সভাপতি আবিদ আব্দুল্লাহ অর্ণব ও যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন আপন প্রমুখ। বক্তারা মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, যারা মাদক গ্রহণ করেছেন তারা নিজেকে পরিবার সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংস করেছেন।