কালিয়া (নড়াইল) প্রতিনিধি : ধান কাটাকে কেন্দ্র করে রবিবার সকালে নড়াইলের কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ২৫জন আহত হয়েছে। আহতদের কালিয়া, লোহাগড়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, নড়াইলের কালিয়া উপজেলাধীন নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রামের আব্দুল গফ্ফার শেখ ও আব্দুল ওয়াদুদ খাকীর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিলো। ঘটনার দিন রোবাবর সকাল আনুমানিক ৮টার সময় আব্দুল ওয়াদুদ খাকী তার লোকজন নিয়ে বিরোধীয় জমির ধান কাটতে মাঠে যায়। এসময় আব্দুল গফ্ফার শেখের লোকজন গিয়ে বাধাঁ দিলে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা, রাম দা, ঢাল, সড়ঁকিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নূর ইসলাম গাজী (২৮). শরিফুল খাকী (৩৫), মফিজুর খাকী (৩০), শিমুল গাজী (২০), নজরুল গাজী (৪০), মশিয়ার খাকী (৩৫), রশিদ মোল্যা (৩০), দুল মোল্যা (৩৬), গফ্ফার শেখ (৪৫), আক্তার শেখ (৪৭), মোক্তার শেখ (৪০), ইমরুল শেখ (২৯), সাইফুল শেখ (৩৬) ও মফিজ ফকির (৫০) সহ প্রায় ২৫জন কমবেশী আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
