ঠাকুরগাও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিল, এক বোতল মদ সহ রুহুল আমিন (৪৫) নামে এক মাদক ব্যবসীয়কে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে রাণীশংকৈল উপজেলার ঝারবাড়ি মোহম্মদপুর থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মিজানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রাণীশংকৈল উপজেলার ৭ নং রাতর ইউনিয়নের বড় ঝারবাড়ি আখ সেন্টারের পাশে ওত পেতে থাকে। এ সময় মাদক ব্যবসায়ী রুহুল আমিন প্লাষ্টিকের ব্যাগ নিয়ে আসলে ডিবি পুলিশ তাকে চ্যালেঞ্জ করে এবং তল্লাশি চালিয়ে ভারতীয় ২০ বোতল ফেনসিডিল ও এক বোতল রয়েল ইস্টেং মদ সহ আটক করে। রুহুল আমিন পীরগঞ্জ উপজেলার জনগাও গ্রামের মৃত সাদেক আলীর ছেলে বলে জানা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে ডিবি পুলিশের ওসি আমিনুল ইসলাম জানান, সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ ঘটনায় রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




