জামালপুর সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে সংঘর্ষে ১০জন আহত হয়েছে। ২৪নভেম্বর রোববার বেলা ১১টায় উপজেলার চন্দ্রবাজ গ্রামে গাছের ডাল বাঙ্গাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে। জানাগেছে, বাট্রাজোড় ইউনিয়নের চন্দ্রবাজ গ্রামের আনারুল মেন্বারের জমিতে রোপিত গাছের ডাল-পালা প্রতিবেশী বিধবা শামসুন্নাহার (৫৫)’র বসত ঘরের চালার উপর হেলে পড়ে। বিধবা হেলে যাওয়া গাছের ডালপালাগুলো কেটে দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের আনারুল মেন্বার (৫০) শামছুর নাহার(৫৫)আনিছা(২০)মোশারফ (৩৫) সম্ম্রাট (২৫) রিক্তা (২৬)সহ কমপক্ষে ১০ আহত হয়। আহতদের বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে শামছুর নাহারের বসতবাড়ি ভাংচুর করা হয়।
