গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে রেকেট খেলার ব্যাগে বহনকালে ২ টি বড় রামদা ও ১ টি বার্মিজ চাকুসহ পুলিশ ২ যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেতারকৃতরা বগুড়া সদর থানার ক্ষিদ্রধামা গ্রামের নবাব আলীর ছেলে জিলহজ ও আঃ ছাত্তারের ছেলে সোহরাব। ২৩ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানার পুলিশ তাদের দেহ তল্লাসি চালিয়ে সাথে রেকেট খেলার একটি কালো ব্যাগে বহনকৃত ২ টি রামদা ও ১ টি বার্মিজ টাকু উদ্ধার ও তাদেরকে আটক করে। আটককৃতরা জানায় তাদের ছোট বোন তরফ সরতাজ মাদরাসায় জেডিসি পরীক্ষা দেয়াকালে জনৈক বখাটে উত্যক্ত করে আসছিল। তাদেরকে শায়েস্তা করতে এই অভিনব পদ। পদ্ধতিতে ধারালো অস্ত্র বহন করছিল গ্রেফতারকৃত ঐ ২ যুবক। এব্যপারে থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেছে। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।