শ্যামলবাংলা ডেস্ক : সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন বয়কটের হুমকি দিলেও শেষবধি বিএনপিও দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে- এমনটাই আশা করছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তার মতে, নেতা-কর্মীদের চাপে নির্বাচনে আসার পাশাপাশি নির্বাচনকালীন সরকারেও অংশ নেবে বিএনপি। তিনি ২৩ নভেম্বর শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুরে ৯০ কোটি টাকা ব্যয়ে ৬৬ মিটারের রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের ওই কথা বলেন।
এসময় তিনি বলেন, সংলাপ হোক আর না হোক, সফল হোক বা ব্যর্থ হোক, শেষ পর্যন্ত নেতাকর্মীদের চাপের মুখে বর্তমান সর্বদলীয় সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের বলেন, এখনও সময় আছে অন্তবর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় বিএনপি যোগ দিতে পারে। তিনি এর আগে বলেছিলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন সরকারে যোগ দেয়ার আর কোন সুযোগ থাকবে না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ‘তফসিল ঘোষণা হলে দেশ অচল করে দেয়া হবে’ ওই কথার জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশ অচল করে দেয়া কোন রাজনৈতিক দলের গণতন্ত্রের ভাষা হতে পারে না।
বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করেন কি না- জানতে চাইলে তিনি বলেন, আমি যদিতে বিশ্বাস করি না। আমার বিশ্বাস, বিরোধী দল অন্তবর্তী সরকারে যোগ দিয়ে নির্বাচনে আসবেই।
রেলওয়ে ওভারপাস উদ্বোধনকালে মন্ত্রীর সাথে ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানসহ সড়ক বিভাগেরর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।