ইয়ানুর রহমান, যশোর : যশোরের শার্শায় সীমান্ত থেকে ইয়াসিন (২৩) নামে এক গরু রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ২২ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায়। সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চন্দনপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
খুলনা বিজিবি-২৩ এর অগ্রভূলোট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার অব্দুল জলিল জানান, শুক্রবার সকালে ইয়াসিন অগ্রভুলোট সীমান্তে গরু চরাতে যায়। ওই সময় ভারতের ঝাউডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে জোর পূর্ব ধরে নিয়ে যায়। রাত সাড়ে ৮টা পর্যন্ত তাকে ফেরত দেয়নি বিএসএফ।
ঘটনার সত্যতা স্বীকার করে খুলনা বিজিবি-২৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাজহারুল ইসলাম বলেন, আটক বাংলাদেশী ইয়াসিনকে দেশে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।