মো: খালেদ পারভেজ বখশ,মৌলভীবাজার: মৌলভীবাজারে আনসার আলী (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনসার আলী শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট এলাকার বাসিন্দা।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আজিজুর রহমান জানান, আনসার আলী একটি ডাকাতি মামলার আসামি ছিলেন। শুক্রবার রাতে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিভাবে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার সকালে তার মৃত্যু হয়।