ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দিনব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ২৩ নভেম্বর শনিবার সকালে সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইসলামীয়া চক্ষু হাসপাতাল বরিশাল শাখার উদ্যোগে ওই চক্ষুসেবা দেওয়া হয়।
এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার। ডা. তানজিরুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি মেডিকেল টিম দিনব্যাপি ভাণ্ডারিয়া উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলার ২ শতাধিক দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে। এদের মধ্যে কিছু সংখ্যক রোগীকে বিনামূল্যে চশমা প্রদান ও ছানি পড়া রোগীদের অপারেশনের জন্য বাছাই করা হয়।
