পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী আবুল কালাম আজাদ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ নভেম্বর শনিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে একই গ্রামের কাজিত ফকিরের ছেলে। আবুল কালাম আজাদের প্রথম স্ত্রী আলেয়া খাতুন ২০০৯ সালে সিরাজগঞ্জ নারী ও শিশু আদালতে একটি যৌতুক মামলা করেন। ওই মামলায় আদালত তাকে ৩ মাসের সাজা প্রদান করেন। সে দীর্ঘদিন পলাতক ছিল।
