জাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চান্দের নন্নী এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় শহর বানু (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ২৩ নভেম্বর শনিবার দুপুরে স্থানীয় নালিতাবাড়ী-বরুয়াজানী সড়কে ওই দূর্ঘটনা ঘটে। নিহত শহর বানু স্থানীয় চান্দের নন্নী গ্রামের মৃত জমির উদ্দিনের স্ত্রী।
জানা যায়, শনিবার সকালে শহর বানু হেটে পার্শ্বেই তার মেয়ে গোল বেগমের বাড়ীতে যাচ্ছিল। পথে নালিতাবাড়ী-বরুয়াজানী সড়কের চান্দের নন্নী এলাকায় পৌছলে, পিছন দিক থেকে একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পার্শ্বে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এমতাবস্থায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. উম্মুল খায়ের মাহমুদা শ্যামলবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
