মোঃ আমির হোসেন আমু,দেবিদ্বার : দেবিদ্বার উপজেলা সদরে মিছিল চলাকালে মিছিল থেকে হামলা চালিয়ে ২ পুলিশকে কুপিয়ে আহত করেছে জামাত-শিবিরের কর্মীরা ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে জামাত-শিবিরের কর্মীরা। মিছিলটি সোনালী ব্যাংক অতিক্রম করা কালে দুই পুলিশ সদস্যকে দেখতে পেয়ে অতর্কিতে তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় আহত পুলিশ কনস্টেবল বাদল চৌধুরী(৫২) ও আজিজুল হক(৪২)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদেরকে দেখতে হাসপাতালে ছুটে যান কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোঃ আব্দুল হান্নান বলেন, উপজেলা নির্বাচন অফিসের নিরাপত্তার দায়িত্বপালনের জন্য যাওয়ার সময় নিউ মার্কেট সোনালী ব্যাংকের সম্মুখে অর্তকিতভাবে তাদের উপর হামলা চালায় জামায়াত-শিবির ক্যাডারা।