ঝালকাঠি সংবাদদাতাঃ- ‘উন্নয়নে নারী, অগ্রগতিতে নারী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে সুফিয়া কামাল ফেলো সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে ২৩ নভেম্বর শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। র্যালিতে স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নারীরা অংশ নেন। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুফিয়া কামাল ফেলো সম্মেলন অনুষ্ঠিত হয় । বেসরকারি উন্নয়ন সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর আয়োজন করেন। সম্মেলনে অন্যদের মধ্যে পুলিশ সুপার মোঃ মজিদ আলী ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীসহ বিভিন্ন সংগঠনের নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
