জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সামসুদ্দিন খবির বলেছেন, শান্তিপ্রিয় চাটমোহরকে গুটিকয়েক ব্যক্তি অশান্ত করে তুলেছে। তিনি বলেন, গত ১ মাসে যে সব ঘটনা এখানে ঘটেছে, তা বিগত ১০ বছরেও ঘটেনি। তিনি এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং এসব ঘটনার সাথে যারা জড়িত তারা যে দলেরই হোক তাদের কঠোর হস্তে দমনের জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটি ও সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় সা¤প্রতিক সময়ে উপজেলা সদরে রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা, মারপিট, সশস্ত্র মহড়া, জমি দখল, সাংবাদিককে হত্যার চেষ্টা ও দলীয় নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়।
সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম সামসুদ্দিন খবির, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, ইউপি চেয়ারম্যান গোলাম মওলা, আনিছুর রহমান, মকবুল হোসেন, সরদার আজিজুল হক, আব্দুল্লাহ আল মামুন, গিয়াস উদ্দিন, আবুল কালাম আজাদ, শাহজাহান আলী, আতাউর রহমান তোতা, কৃষি কর্মকর্তা রওশন আলম, ভাষা সৈনিক এডভোকেট গৌরচন্দ্র সরকার, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাংবাদিক সালাউদ্দিন ফিরোজ প্রমুখ।