গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের নন্দনপুর এলাকায় ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোপালপুর-ভূঞাপুর (টাঙ্গাইল-২) হতে জাপা’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব প্রফেসর ডা. এ কে. মো. হাবিবুল্লাহ। উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব খন্দকার শহিদুল আলম রন্জু, পৌর কমিটির সভাপতি আব্দুস সামাদ (অব. সার্জেন্ট), সম্পাদক হারুন অর রশিদ বাদল, সাবেক সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন, কাজী জিন্নাহ প্রমুখ।