আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে স্থানীয় সরকারও ইউনিয়ন পরিষদ গর্ভন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) এবং উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি)র যৌথ সহযোগিতায় নারী উন্নয়ন ফোরাম সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমূলক দুদিনব্যাপি প্রশিক্ষন শুরু হয়েছে। ২৩ নভেম্বর শনিবার সকালে ইউটি এন্ড ডিসি হলে ওই প্রশিক্ষণ শুরু হয়।
আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসেস দেলোয়ারা হামিদের সভাপতিত্বে প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবেন্দ্রনাথ উরাও। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ গর্ভন্যান্স প্রজেক্ট(ইউপিজিপি)র জেলা ফেসিলেটর মালিক শামিম আকতার, উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট (ইউজেড জিপি) জেলা ফেসিলেটর মো. নুরুল ইসলাম সরকার প্রমুখ। প্রশিক্ষণে আমতলী উপজেলার ২৫ জন নির্বাচিত নারী জনপ্রতিনিধি অংশগ্রহন করেন।