সিরাজগঞ্জ প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জ শহরে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে শহর জামায়াতে ইসলামী। শুক্রবার সকাল আটটার দিকে শহরের চামড়াপট্টি এলাকা থেকে শহর জামায়াতের সেক্রেটারী অ্যাড. আবু জাফরের নেতৃত্বে মিছিলটি বের হয়ে নিউ ঢাকা রোড প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল লতিফ, অর্থ সম্পাদক অ্যাড. আবু তালেব, শহর শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি হাফেজ আবু তালেব, শহর শিবিরের সাবেক সভাপতি হাফেজ মোখলেছুর রহমানসহ প্রমূখ।
এ বিষয়ে সদর থানার উপ পরিদর্শক মোঃ ফারুক বলেন, আমরা আসার পূর্বেই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা চলে যায়।
