রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বর্তমান সরকার ভুমিহীন মুত্তিযোদ্ধাদের খাস জমি থেকে জমিদান করেছেন । তারি প্ররিপ্রেক্ষিতে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের মোঃ আরশাফ আলী (৬৫)নয়াচর মৌজায় ৭১ শতক জমি ভূমিহীন হিসাবে তাকে সরকার পক্ষ থেকে দলিল ও খারিজ করে দেয়। ২৮ শে জানুয়ারী রাজিবপুব উপজেলা ভূমি সার্ভেয়ার মোঃ ফারুক হোসেন ও ঢুষমারী থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ আতাউর রহমান ও এলাকার জনগনের উপস্থিতে , নয়াচর মৌজায় ৭১ শতক জমি মেপে জমির চার পাশে পিলার পুতে সাইনবোর্ড ঝুলিয়ে মোঃ আরশাফ আলীকে জমি বুঝিয়ে দেওয়া হয়। মুত্তিযোদ্ধা আরশাফ আলী আজ সেই জমিতে তার পরিবারের লোকজন নিয়ে ঘর তুলতে গেলে এলাকার প্রভাশালীরা জমির পিলার গুলো ও সাইন বোর্ড তুলে ফেলে এবং মুক্তিযোদ্ধার দুইটি টিনের ঘর ভেংগে ফেলে । পরিবারের লোকজন বাধ দিলে গেলে আমিনুর (৩৭),রফিকুল(৩৫) মজিনা বেগম(৩২)কে মেরে রক্তান্ত আস্বতায় জমিতে ফেলে চলে যায় । পরে আহতদের রাজিবপুর উপজেলা হাসপালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর কোলপাড়া গ্রামে । মাসুম মাষ্টার ওসাইফুল মাষ্টার এদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায় ।ঢুষমারী থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃরোকজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ওই ঘটনায় মামলা লেখা চলছে।