মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী কমিউনিটি ক্লিনিক কমিটির উদ্যোগে কালিগাংনী কমিউনিটি ক্লিনিকের ২বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবদুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএইচসিপি মোঃ মঈনউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইপিআই সুপারিনটেন্ডেন্ট আব্দুস সালাম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন স্বাস্থ্য সহকারি জিয়ারুল ইসলাম।