মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে অসাংবিধানিকভাবে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রতিবাদ ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় জোট।২২ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মুজিবনগর ডিগ্রি কলেজ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিন শেষে দারিয়াপুর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবদুল কাদের মাস্টার। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মওলানা সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, বিএনপি নেতা ইলিয়াস হোসেন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমীর মোওলানা রুহুল আমীন প্রমুখ।
