দৌলতখান (ভোলা সংবাদদাতা: ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগারহাটে সড়ক দূর্ঘটনায় শাহনাজ ফাতেমা(৫০) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এছারও একই পরিবারের ৩জন আহত হয়েছে । আহতরা হচ্ছে, মাহফুজা(৭০), সেলিনা (২৫), সাইদুল (১৩)। প্রত্যক্ষ দর্শীরা জানায়, তেলেল টেংকারটি একটি অটোরিক্রাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।