এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি কাচারীপাড়া গ্রামের এবং মসজিদের মোয়াজ্জেন আবু বকর সিদ্দিকের ২য় কন্যা আকলিমার খোঁজ আজও মিলেনি। প্রায় তিন মাস আগে তার মেয়ে ঢাকায় নিখোঁজ হলেও এখনো আকলিমার সন্ধান না মেলায় বাবা ও পরিবারের সদস্যরা নির্বাক হয়ে পড়েছে। জানা যায়, ওই গ্রামের আকলিমা আক্তার (২০) প্রায় ৯ মাস আগে প্রতিবেশী রেশমা বেগম বেশি বেতনের লোভ দেখিয়ে তাকে ঢাকায় নিয়ে যায় এবং পূর্ব পরিচিত এক ব্যক্তির বাসায় রাখে। সেখানে কিছুদিন কাজ করার পর হঠাৎ একদিন আকলিমার বাবার কাছে মোবাইল আসে সে নিখোঁজ। বুকের মানিক হারিয়ে যাওয়ার কথা শুনে ধারদেনা করে বাবা ঢাকায় যান মেয়েকে খোঁজার জন্য। কিন্ত মেয়ের দেখা না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরেন। তার বাবা অভিযোগ করেন, রেশমা কৌশলে আকলিমাকে ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছেন। উপায়ান্তর না পেয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে কিশোরীগঞ্জ থানায় মামলা করেন।