চারঘাট প্রতিনিধিঃ নির্দলীয় নিরেপেক্ষ সরকার, দলীয় নেতাদের মুক্তি ও মন্ত্রিসভা পূর্ণঃগঠনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে চারঘাট বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদের নেতৃত্বে গতকাল শুক্রবার বিকালে বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত¡র থেকে চারঘাট বাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদমিনার চত্ত¡রে সমাবেশ মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসা ভোলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট জামায়াত আমীর নাজমূল হক, যুবদলের সভাপতি হুমায়ন কবির ববি, ছাত্রদলের সভাপতি জিয়াউল হক জিয়া, পৌর যুবদলের সভাপতি মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক তুহিন সরকার, থানা জাসাস সভাপতি মোজাফফর হোসেন, পৌর জাসাস সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, মিলনসহসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বক্তারা বলেন, নির্দলীয় নিরেপেক্ষ সরকার গঠন, দলীয় নেতাদের মুক্তি ও মন্ত্রিসভা পূর্ণঃগঠন বাতিলের দাবী জানান।