জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে অগ্নিকান্ডে অন্তত: ৫লক্ষাধিক টাকার মরিচ ভস্মিভূত হয়েছে।
হাজীপুপুর বাজারের ফারুক চৌধুরী মার্কেটের দু’টি মরিচের গুদামে ২১নভেম্বর বেলা ১১টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে । ঝাউগড়া ইউপি চেয়ারম্যান হিলোল সরকার জানিয়েছেন এতে কমপক্ষে ৫লক্ষাধিক টাকার মরিচ পুড়ে যায়। আগুন সূত্রপাতের কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
