মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপে¬¬ক্র এর আয়োজনে বুধবার ১০ দিন ব্যাপী (ফাইলেরিয়া) গোদরোগ নির্মূল কর্মসুচি বিষয়ক এক এ্যাডভোকেসী সভা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। নির্বাহী অফিসার হারুন-অর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পরিচালক ডাঃ মাহমুদ হাসান, ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মন্ডল প্রমুখ। সভায় সরকারী কর্মকতা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক অংশ গ্রহন করেন। আজ ২১শে নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ১০দিন ব্যাপী মিঠাপুকুরের ১৭টি ইউনিয়নের প্রতিটি বাড়ী বাড়ী গোদরোগ নিমুলের জন্য দুই বছরের উর্ধে থেকে সকলকে ঔষুধ সেবন করা হবে।্ এর জন্য ১৭ ইউনিয়নের সকল মসজিদের ঈমামদের মাধ্যমে এ কর্মসুচি নিয়ে জনগনকে অবহিত করবেন। একর্মসুচি সফল করতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছে।
