ads

বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৩ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের চলমান সংকট নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০১৩ ৬:৪০ অপরাহ্ণ

1153-500x385শ্যামলবাংলা ডেস্ক : দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান রাজনীতির অস্থির অচলাবস্থা অনিশ্চয়তা, রাজপথের হরতাল-সহিংসতা এবং ‘ধর্মীয় সংখ্যালঘুদের’ ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস।
২০ নভেম্বর বুধবার রাতে কংগ্রেসের পররাষ্ট্র-বিষয়ক উপ-কমিটিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ওই শুনানি অনুষ্ঠিত হয়।
কংগ্রেসের পররাষ্ট্র-বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান স্টিভ শ্যাবটের সভাপতিত্বে  ‘বাংলাদেশ ইন টারময়েল : এ নেশন অন দ্যা ব্রিঙ্ক ?’ শিরোনামে অনুষ্ঠিত  শুনানিতে  কংগ্রেস সদস্য ব্র্যাড শারমেন, তুলসি গ্যাবার্ড ও জেরার্ড ই কনোলি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

Shamol Bangla Ads

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের পাবলিক পলিসি স্কলার আলী রিয়াজ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট এ এন এম মুনীরউজ্জামান ও হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অ্যাডভোকেসি ডিরেক্টর জন সিফটন ওই অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন।
আলোচকদের বক্তব্য শেষে চলে প্রশ্নোত্তর পর্ব। সবশেষে বক্তব্য দেন কংগ্রেসের পররাষ্ট্র-বিষয়ক কমিটির চেয়ারম্যান এড রয়েস।
নভেম্বরের শুরুতে ঢাকা ঘুরে যাওয়া শ্যাবট শুনানির শুরুতেই বলেন, তার সফরের সময় বাংলাদেশে বিরোধী দলের হরতাল চলছিল, যেখানে ব্যাপক সহিংসতা ঘটে। ওই সময় তিনি সরকারী ও বিরোধীদলীয় নেতার সাথে সাক্ষাতসহ  সার্বিক পরিস্থিতিদৃষ্টে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন,  বিরোধী দল নির্বাচনে যাবে কিনা- সে বিষয়টিও এখনো নিশ্চিত নয়। আশঙ্কা প্রকাশ করে বলেন নির্বাচন সামনে রেখে এভাবে রাজনৈতিক সহিংসতা চলতে থাকলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। কংগ্রেসের পররাষ্ট্র-বিষয়ক কমিটির চেয়ারম্যান এড রয়েস , বাংলাদেশে সাম্প্রতিক দিনগুলোতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলায় তার  উদ্বেগের কথা উলে­খ করে  পাকিস্তানের দৃষ্টান্ত তুলে ধরে মাদ্রাসা শিক্ষা ও মৌলবাদের উত্থান নিয়ে সতর্ক হওয়ারও তাগিদ দেন। জঙ্গিবাদের উত্থানের বিষয়টিতে সতর্ক থেকে এখনই বাংলাদেশের বিষয়ে পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন রয়েস ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!