ads

বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৩ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথম দিনে মেহেরপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ৩৫২ পরীক্ষার্থী

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০১৩ ১:২২ অপরাহ্ণ

Meherpur_District_Map_Bangladesh-6মেহেরপুর প্রতিনিধি : সারা দেশের ন্যায় একযোগে মেহেরপুর জেলাতেও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে জেলার ৩ টি উপজেলার মোট ৩১ টি কেন্দ্রে ১১ হাজার ৪শ ৮১ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে। ওইসব কেন্দ্রে মোট অনুপস্থিতির পরিমান ২শ ৩৭ জন। এছাড়া জেলার মোট ৩ টি কেন্দ্রে মোট ৭শ ৭৮ জন পরীক্ষার্থী ইবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিলো ১শ ১৫ জন।
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর মেহেরপুর জেলার সদর উপজেলার মোট ১৪ টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪ হাজার ৬শ ৩ জন অংশ গ্রহণ করে। অনুপস্থিত পরীক্ষার্থী ছিলো ১শ ১৩ জন। এছাড়া মেহেরপুর সদর উপজেলায় ইবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষায় ৩শ ৯৯ জন অংশ গ্রহন করে।ওই পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৪৫ জন। গাংনী উপজেলার মোট ১৩ টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫ হাজার ১শ ২ জন অংশ গ্রহন করে। অন্পুস্থিত ছিলো ৯২ জন পরীক্ষার্থী। গাংনী উপজেলার ইবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষায় ২শ ৭৭ জন অংশ গ্রহন করে। ওই পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৪৯ জন। এছাড়া মুজিবনগর উপজেলার মোট ৪ টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এক হাজার ৭শ ৭৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। অনুপস্থিত পরীক্ষার্থী ছিলো ৩২ জন। মুজিবনগর উপজেলায় ইবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষায় ১শ ২ জন অংশ গ্রহন করে। ওই পরীক্ষায় অনুপস্থিত ছিলো ২১ জন।
এদিন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোকতার হোসেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!