শহিদুল ইসলাম হিরা : বন্দুকের ট্রিগারে চাপলে যেমন গুলি ফেরানো যায় না, তেমনি সেন্ড বাটনে চাপলে ই-মেইল আর ফেরানো যায় না- এই ধারণাকে বদলে দিয়েছে গুগল। একটু অদ্ভুত মনে হলেও বিষয়টি সত্য। আপনি যদি জিমেইল একাউন্ট ব্যবহারকারী হয়ে থাকেন তবে আপনার জন্য একটি সুখবর অপেক্ষা করছে। মনে করেন আপনি জরুরী কোনো ই-মেইল পাঠানোর পর মনে হলো, কিছু লিখতে ভুলে গেছেন বা যাকে পাঠানোর কথা তাকে না পাঠিয়ে অন্য কাউকে পাঠিয়ে দিয়েছেন। এমন কিছু ঘটে গেলে আপনি সর্বোচ্চ ৩০ সেকেন্ড সময় পাবেন পাঠানো ই-মেইলটিকে বাতিল করার জন্য।
এ সুবিধা পেতে হলে আপনার একাউন্টে একটু অতিরিক্ত কাজ করে নিতে হবে। আপনার জিমেইলে সেটিংসে গিয়ে আনডু অপশন চালু করে দিতে হবে। চলুন দেখে নেই কিভাবে এটা সেট করতে হবে-
প্রথমে আপনার জিমেইল একাউন্টে প্রবেশ করে (লগ ইন করে) উপরের ডান দিকে থাকা Settings এ যেতে হবে। এখানে Labs নামের Tab টিতে Click করলে যে অংশটি প্রদর্শন করবে সেখানে Undo এর Radio Button টিতে Click করে Save Changes চেপে Save করতে হবে। এরপর General Tab এ গিয়ে Undo Send এর Send Cancellation Period এ সময়টি বেছে নিয়ে (মনে রাখবেন, আপনি সর্বোচ্চ ৩০ সেকেন্ড সময় বাছাই করতে পারবেন) Save Changes চেপে Save করে নিন। এর পর থেকে আপনি কোন ই-মেইল পাঠালে ৩০ সেকেন্ড সময় পাবেন ওই ই-মেইলটি প্রত্যাহার করার জন্য।
গুগল মেইলে ই-মেইল সেন্ড করার পর উপরে একটি Popup আসে যে, “Your mail has been sent”, এই Popup টির ঠিক শুরুতেই দেখবেন “Undo sent”। যা ৩০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে। আপনি আপনার প্রয়োজনে “টহফড় ংবহঃ” এ (৩০ সেকেন্ডের মধ্যে) Click করে পাঠানো ই-মেইলটি Cancel করতে পারেন।
