চারঘাট, রাজশাহী : নেট টু রাইট কর্মসূচীর আওতায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পে চারঘাটে লিড এনজিও হিসেবে কাজ করছে থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটি। এই প্রকল্পের ডোনার সোয়ালোজ ইন সুইডেনের আমন্ত্রনে প্রকল্পের নির্বাহী কমিটির সদস্য ও থানাপাড়া সোয়ালোজ ডি.এস‘র সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি সম্প্রতি ডেনমার্ক সফর করেন। ডেনমার্কের রাজধানি কোপেন হেগেনে অনুষ্ঠিত প্রকল্প বিষয়ক ১৯টি ওর্য়াকশপে তিনি অংশগ্রহণ করেন। ২১ দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত কর্মশালা সম্পর্কে অবহিত করতে সফর শেষে দেশে ফিরে গতকাল বুধবার বিকেলে থানাপাড়া সোয়ালোজ কার্যালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় তিনি বলেন, ডেনমার্কে পারিবারিক সহিংসতা প্রতিরোধে জিও-এনজিও সমন্বিতভাবে কাজ করছে। পারিবারিক সহিংসতার হার বাংলাদেশে যেখানে ৬৬% সেখানে ডেনমার্কে মাত্র ২০% এবং এই হার দ্রুত কমে আসছে। সেখানে শারীরিক নির্যাতন নেই বললেই চলে। তবে কিছু যৌন হয়রানী ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতিত নারীদের মনোরম পরিবেশে থাকার জন্য রয়েছে ৪২টি সেল্টার হাউজ । ডেনমার্ক কর্মশালার অভিজ্ঞতা নিয়ে আমাদের দেশে পারিবারিক সহিংসতা, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক সচেতনতা মূলক উঠান বৈঠক, ভিডিও প্রদর্শনী, জিআরসি সভা, ট্রেনিং ও নারী দিবস পালনের মাধ্যমে জনগণকে সজাগ করতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন থানাপাড়া সোয়ালোজ ডিএস এর এ্যাকসেস প্রোগ্রামের টিম লিডার রফিকুল ইসলাম, নারীর প্রতি সহিংসতা বন্ধ প্রকল্প কর্মকর্তা মোরছালিন সরকার, প্রেসক্লাবের সভাপতি এস এম মোজাম্মেল হকসহ সাংবাদিক বৃন্দ।
