ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমরিয়ায় মহান বিজয় দিবস ২০১৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পাতিবার সকালে ডুমুরিয়া উপজেলা পষিদের চেয়ারম্যানের কক্ষে আয়োজিত সভায় উপজেলা নিবাহী অফিসার মো. কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ভাইস-চেয়ারম্যান শোভা রানী হালদার, উপজেলা কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, ওসি (তদন্ত) তাজুল ইসলাম জাপা নেতা গাজী গওহর, ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম.এ এরশাদ, আওয়ামী লীগ নেতা শাহনেয়াজ হোসেন জোয়াদ্দার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ মাহতাব হোসেন, আবু সাঈদ আহম্মাদ, সেকেন্দার আলি গাজি, প্রশিজিৎ মিশ্র, আব্দুল কাদের প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনায় ১৪ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়।