জামালপুর সংবাদদাতা : জামালপুরে এক টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে জিআরপি পুলিশ। ২১নভেম্বর জামালপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অতিরিক্ত মূল্যে আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি কালে লিটন (৩০)কে হাতে আটক করে। এ সময় আন্তঃনগর ট্রেনের ১৮টি টিকেট জব্দ করা হয়। জিআরপি থানার এস আই আবুল হোসাইন গ্রেপ্তারকৃত লিটন সাহাপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।