ইয়ানুর রহমান (যশোর) : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস ভবনে ঘুসের টাকা ভাগাভাগি নিয়ে কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মারাত্বক দ্বন্দ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেকপোস্ট কাস্টমসে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীরা কর্ম বিরতি পালন করেছে। এ সময় পাসপোর্ট যাত্রীরা পড়ে মারাত্বক ভোগান্তিতে। কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তারা চলমান দ্বন্ধ নিরসন করতে না পারায় উভয়ের মধ্যে উত্তেজনা এখনও বিরাজ করছে।
কাস্টমস সুত্র জানায়, বুধবার বিকালে চেকপোস্ট কাস্টমসে কর্মরত কাস্টমস ইনেসপেক্টর আসিব হোসেন সহ কয়েকজন একটি পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ঘুস বাণিজ্যের টাকা নিজেরাই সব টাকা ভাগ করে নেয়। এসময় কর্মচারীরা আপত্তি জানায়। এরই মধ্যে কাস্টমস ইনেসপেক্টর আসিব কর্মচারীদের ছোট বড় কথা বলে। এতে কাস্টমস সাব ইনেইপেক্টর মুক্তিযোদ্ধা নাজিম হোসেন ঐ কর্মকর্তাদের বলেন, আমরা যদি দেশ স্বাধীন না করতাম তাহলে আপনাদের আজ এই চেয়ারে বসতে পারতেন না। এতে ঐ কাস্টমস কর্মকর্তা আরো ক্ষেপে যায়। এসময় কাস্টমসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা সুষ্ট বিচারের দাবিতে আলাদা গ্র“প হয়ে কর্ম বিরতি পালন করেছে। এসময় ভারত থেকে ফিরে আসা পাসপোর্ট যাত্রীরা পারাপারের জন্য অনেক সময় অপেক্ষা করার পর নিজেরাই তাদের ব্যাগেজ তলাশি ছাড়া পারাপার হয়। বিষয়টি সমাধানের জন্য কর্মকর্তারা বৈঠকে উভয়ের মধ্যে সমঝোতা করতে না পারায় এখনও অচলাবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে চেকপোস্ট কাস্টমস সুপার ইমদাদুর রহমান জানান, এটা ঘুস বাণিজ্য নয় । দায়িত্ব পালন নিয়ে উভয়ের মধ্যে বিতর্ক হয়েছে। বিষয়টি আমরা মিমাংশার চেষ্টা চালিয়ে যাচ্ছি।