তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা সদর (দ.) উপজেলার কোটবাড়ী পাহাড় চূড়াস্থিত বৈষ্ণবমুড়া রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দিরে বিশ্বশান্তি ও জগতের মঙ্গল কামনার্থে রাস পূর্ণিমার পর কৃষ্ণ পঞ্চমী তিথিতে ১শ ৮তম বার্ষিক বনবিহার উৎসব আজ।
এতে দিনব্যাপী অনুষ্ঠানসূচী’র মধ্যে রয়েছে রামগঞ্জ হতে আগত জয়রাম সম্প্রদায়, সাতক্ষীরা’র কৃষ্ণ কাঙ্গাল সম্প্রদায় ও বজ্রগোপী সম্প্রদায়ের পরিবেশনায় উদয়-অস্ত তারক ব্রহ্মহরিনাম সংকীর্ত্তন, দুপুর ১টায় মহাপ্রভুর ভোগরাগ অন্তেউৎসবে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ। ওই উৎসবানুষ্ঠানে জাতি-বর্ণ-ধর্ম র্নিবিশেষে সকলকে উপস্থিত হয়ে উৎসবকে সার্থক ও সফল্যমন্ডিত করার আহবান জানান বৈষ্ণবমুড়া রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি চঞ্চল ঘোষ।
