হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও প্রথম দিনেই ঝরে পড়ে ২শ ২৩ জন শিক্ষার্থী।
স্থানীয় শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর পিএসসি পরীক্ষায় ১শ ৪টি সরকারী প্রাথমিক স্কুলে ৩ হাজার ৮শ ৮৯ জন পরিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে গণিত পরীক্ষায় অনুপস্থিত ১শ ৩০ জন এবং এবতেদায়ি সমাপনি পরীক্ষায় ৫শ ৯৩ জন পরীক্ষার্থী মধ্যে অনুপস্থিত ৯৩ জন সহ ২শ ২৩ জন। উপজেলার ১০টি কেন্দ্রে ওইসব পরীক্ষা অনুষ্টিত হয় বলে উপজেলা শিক্ষা অফিসার এ কে এম আ. বাসেদ সাংবাদিকদের জানান।
