জিএইচ হান্নান : শেরপুরের শ্রীবরদীতে জলপাই পাড়তে গিয়ে লাভলু (১৪) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে। ২০ নভেম্বর বুধবার সকালে উপজেলার ফতেহপুর গ্রামে ওই ঘটনা ঘটে। আহত লাভলুকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে আশংকাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, শ্রীবরদী উপজেলার ফতেহপুর গ্রামের কৃষক আক্কাছ আলীর ছেলে লাভলু শ্রীবরদী তারাকান্দি সরকারী প্রাথমিক ক্ষিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। বুধবার সকাল ১০ টার দিকে তাদের বাড়ির পার্শ্বে একটি জলপাই গাছে উঠে বাশের কঞ্চি দিয়ে জলপাই পাড়তে গেলে গাছের ওপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের ৩৩ হাজার কেভি’র সঞ্চালন লাইনে অসাবধানতাবশত: বাশের কঞ্চিটি তারে স্পর্শ হওয়ার সাথে সাথে লাভলুর শরীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায়। এসময় বাড়ির লোকজন গুরুতর আহত লাভলুকে প্রথমে শ্রীবরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু লাভলু আশংকামুক্ত নয় বলে কর্তব্যরত চিকিৎসক এ প্রতিনিধিকে জানিয়েছে।