পাবনা প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ গ্রেফতারকৃত বিএনপি নেতাদের মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ কর্মসূচী পালন করেছে কৃষকদলের নেতাকর্মীরা। ২০ নভেম্বর বুধবার দুপুর ১২টায় জেলা, সদর উপজেলা ও পৌর শাখা কৃষকদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষকদলের সভাপতি মোসাদ্দেক হোসেন মান্নাফ, সাধারন সম্পাদক সাবির হাসান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল বিশ্বাস, সদর উপজেলা কৃষক দলের সভাপতি আঁিখনূর ইসলাম রেমন, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।