বেতাগী (বরগুনা) সংবাদদাতা : বরগুনা-২ ( বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন কে বেতাগীতে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ বামনায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সমাবেশে অংশগ্রহন শেষে এসে তাৎক্ষনিক এক সভায় এ প্রস্তাবনা দেওয়া হয়।
মঙ্গলবার রাত সাড়ে নয়টায় বেতাগী সদর ইউনিয়ন পরিষদে বরগুনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রফেসর ড.এম আবুল হোসেন সিকদার,বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম গোলাম কবির,বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী শরীফ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুর রাজ্জাক খান,সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খ.ম.ফাহরিয়া সংগ্রাম আমিনুল, সাধারণ সম্পাদক হাদীসুর রহমান পান্না, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহবায়ক সেলিম আহম্মেদ ও ছাএলীগের সভাপতি মাহাদুল হাসান মোহসীন এ সময় বক্তব্য রাখেন।
সভায় বক্তারা একে একে সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের সাম্প্রতিক সময়ের কর্মকান্ডে তুলেধরে বলেন, সংসদ সদস্য মহোদয় নির্বাচিত হওয়ার পর ইতোমধ্যে নেতাকর্মিদের সাথে যে সব আচরন করেছেন তা কোনভাবেই মেনে নেওয়া যায়না।
সভা শেষে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান খ.ম.ফাহরিয়া সংগ্রাম আমিনুল এ প্রতিবেদককে বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার সমাবেশে অংশগ্রহন গ্রহনকারী বেতাগীর নেতাকর্মিদের অবমুল্যায়ন,সমাবেশে স্থলে ব্যানার প্রদর্র্শনে বাঁধা ও ছিড়ে ফেলা,মাঠে প্রবেশে হয়রানি,হেনেস্তা করা, মুক্তিযোদ্ধা স্বপক্ষ শক্তিদের সহ্য না করাসহ একাধিক অভিযোগে শওকত হাচানুর রহমান রিমন কে বেতাগীতে অবাঞ্চিত ঘোষনা করার প্রস্তাবনা দিয়েছি। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুর রাজ্জাক খান বলেন, মঙ্গলবারের সভায় এ ধরনের প্রস্তাবনা এসেছে। তবে পুনরায় সভা ডেকে তা কার্যকরী করা হবে। এ সব অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন মুঠো ফোনে বলেন,‘আমার ভাবমুর্তি নষ্ট করার জন্য এসব মিথ্যা আভিযোগ আনা হয়েছে।’