এম. এ করিম মিষ্টার, নীলফামারী : দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় নীলফামারীর ৪ টি আসন থেকে আওয়ামী লীগের ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। মনোনয়ন প্রত্যাশীরা স্ব-স্ব অবস্থান থেকে লবিং-গ্রুপিং ও গণসংযোগে কাজ করে যাচ্ছেন।
নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক জানিয়েছেন, নীলফামারী-১ আসনে (ডোমার-ডিমলা) ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকার, সাবেক রাষ্ট্রদূত আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্টের সহকারি এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মনোয়ার হোসেন, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল, নীলফামারী-২ আসনে (নীলফামারী সদর) বর্তমান সাংসদ ও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, সান্তনা চক্রবর্তী, নীলফামারী-৩ আসনে (ডিমলা-জলঢাকা) বাবু দীপেন্দ্রনাথ রায়, আনসার আলী মিন্টু, অধ্যাপক গোলাম মোস্তফা, শহীদ হোসেন রুবেল, আব্দুল ওয়াহেদ বাহাদুর, নীলফামারী-৪ আসনে (সৈয়দপুর- কিশোরীগঞ্জ) কেন্দ্রীয় নেত্রী আমেনা কোহিনুর আলম, ইঞ্জিনিয়ার সিকান্দার আলী, ব্যারিষ্টার মোকছেদুল ইসলাম, আমিনুল ইসলাম ও বর্তমান সাংসদ কর্ণেল (অব:) এএ মারুফ সাকলান ও শ্রমিক লীগ নেতা মোকছেদুল মোমিন।