নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার চাঁদখানা নগরবন গ্রামে ৩ সন্তানের জনক ২ সন্তানের জননীকে নিয়ে পরকীয়ার টানে ঘর ছেড়েছে। ২০ নভেম্বর বুধবার প্রেমের টানে নতুন করে সংসার করার উদ্দেশ্যে তারা বাড়ি থেকে পালিয়েছে।
জানা যায়, একই গ্রামের মৃত শহীদুলের পুত্র ৩ সন্তানের জনক আব্দুল্লাহ (৪৫) ও মোক্তাদির রহমানের স্ত্রী ও ২ সন্তানের জননী ফাতেমা বেগম (৪০) এর হাত ধরে পালিয়ে যায়। ওই ঘটনায় ফাতেমার স্বামী মোক্তাদির স্ত্রীকে অপহরণের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
