খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় স্যানিটেশন ব্যবস্থার নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নেই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নেই। গ্রাম অঞ্চলের লোকজন ঝোপঝাড়, রাস্তা-ঘাট, নদীনালার ধারে মলমূত্র ত্যাগ করে পরিবেশ দূষিত করছে। ফলে এ উপজেলার সর্বত্রই দেখা দিয়েছে নানা ধরনের রোগবালাই। বিশেষ করে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে ওইসব রোগে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এ উপজেলার মোট জন সংখ্যার ৪০ ভাগ পরিবার স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহার করে। বাকী ৬০ ভাগ লোক অস্বাস্থ্যকর পরিবেশে মলমূত্র ত্যাগ করে থাকে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় ৪০ হাজার ৮২০ টি পরিবার রয়েছে। তন্মধ্যে ২০ হাজার পরিবার স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহার করে না। বাকীরা স্যানিটেশন ব্যবহার করলেও তা পুরোপুরি স্বাস্থ্যসম্মত নয়। সরকার স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে প্রতি বছর এ খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে আসছেন। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিদের স্বেচ্ছাচারিতার কারনে তা সফলতার মুখ দেখছে না। প্রতি বছর স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের নাম করে হরিলুট হচ্ছে সরকারী অর্থ। ফলে এ উপজেলাবাসীর জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।