চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : সারাদেশের ন্যায় চারঘাটেও প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী পরীক্ষার প্রথম দিনে ২০ নভেম্বর বুধবার গণিত পরীক্ষার মধ্য দিয়ে চারঘাট পৌরসভাসহ ৭টি কেন্দ্রে ৩ হাজার ৭শ ৪৪ জন অংশগ্রহণ করলেও অনুপস্থিত ছিল ১শ ৭ জন পরীক্ষার্থী।
এ ব্যাপারে চারঘাট প্রাথমিক শিক্ষা অফিসার আ. রাজ্জাক জানান, চারঘাট উপজেলার সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
