স্টাফ রিপোর্টার : শেরপুরে বালুভর্তি ট্রাক উল্টে এক শ্রমিক নিহত ও ট্রাক ড্রাইভারসহ ২ জন আহত হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলার বাটারাঘাট এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। নিহত বালু শ্রমিক খোরশেদ আলম (৪০) সদর উপজেলার বয়ড়া পরানপুর গ্রামের আফছর আলীর ছেলে। আহত ট্রাক ড্রাইভার জামান ও অপর বালু শ্রমিক সোবাহানকে শেরপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে বালু ভর্তি একটি ট্রাক বাটারাঘাট থেকে শেরপুর শহরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে ওই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নিহত শ্রমিকের বাড়ি বয়ড়াপরানপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবারের স্বজনদের আহাজারী ও শোকের মাতম চলছে।
শেরপুর সদর থানার এসআই আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।